


Go Girls Terms & Conditions
১. বুকিং কনফার্মেশন: বুকিং মানি পরিশোধের পরেই ট্রিপটি কনফার্ম বলে গণ্য হবে। ২. পেমেন্ট ও রিফান্ড নীতি: • ভিসা প্রসেসিং শুরু হওয়ার পর এবং ভিসা অনুমোদিত হলে সাথে সাথে প্যাকেজের ৫০% পরিশোধ করতে হবে। • বাকি অর্থ ট্রিপ শুরুর ১৫ দিন আগে পরিশোধ করতে হবে। ভিসা না হলে, ভিসা ফি বাদ দিয়ে বুকিং মানি রিফান্ড করা হবে। • ভিসা অনুমোদনের পর যদি অংশগ্রহণকারী ব্যক্তিগত কারণে ট্রিপ বাতিল করেন, তবে কোনো অর্থ ফেরতযোগ্য নয়। • একাধিক দেশের ট্রিপে যদি কোনো একটি দেশের ভিসা রিজেক্ট হয়, তাহলে অনুমোদিত দেশের ট্রিপ সম্পন্ন করতে হবে। অন্যথায় বুকিং মানি ফেরতযোগ্য নয়। • শুধুমাত্র Go-Girls কর্তৃপক্ষের পক্ষ থেকে (ব্যক্তিগত কারণে) ট্রিপ বাতিল করা হলে, বুকিং মানি এডযাষ্ট করা হবে। ৩ • ফ্লাইট / পরিবহন: আবহাওয়া বা অন্য যেকোনো কারণে ফ্লাইট বিলম্ব বা রিস্কেডিউল হলে, সকল অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এসব ক্ষেত্রে মেজরিটির সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত বলে গন্য হবে। বাকিদের সেটা মেনে নিতে হবে ৪. যদি রাজনৈতিক কিংবা অন্য কোন আন এভয়েডবল কারণে ট্রিপ ক্যানসেল করতে বাধ্য হতে হয় তাহলে অগ্রিম টিকেট বুকিং বাবদ এবং অন্যান্য যে অর্থ ইতোমধ্যে ব্যয় হয়েছে সেটা ট্রিপ মেম্বারদের বুকিং মানি থেকে এডযাষ্ট করে বাকি টাকা রিফান্ড করা হবে॥ এক্ষেত্রে গো-গার্লস কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
What To Expect
Your All-in-One Travel Platform
Get flights, hotels, holidays, and visa assistance in just a few taps. Enjoy real-time flight updates, schedules, travel info, play games, win trip coins, and much more.
- Explore
- About Us
- Terms & Conditions
- FAQ
- Hotel Sitemap
- Services
- Flight
- Hotel
- Holiday
- Visa
- Useful Links
- Travel Guide
- Travel Advisory
- Visa Guide
- Visa Application
Contact Us
- Email: gogirlsgobd@gmail.com
- Phone: +88 01810368925
- Dhaka Office
- ICT Tower, 14th Floor
- Agargaon, Dhaka 1213, Bangladesh
Copyright © 2024. GoGirls All rights reserved.